দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন,তার মা, স্ত্রী ও বোনসহ পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।
দুদকের উপ পরিচালক জালাল উদ্দিন আহমেদ গত ২৭ জুনমোহাম্মদ সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের আবেদনের প্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ জারি করেছেন।
আজ সোমবার (২৮) গণমাধ্যমকে দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এই খবরটি আজ সোমবার বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোটাল ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারি হয়েছে।
সাবেক মেয়র খোকনের জরুরি সাংবাদ সম্মেলন :
এদিকে ২৮ জুন বিকেলে ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) গণমাধ্যমের কর্মীদের কাছে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
তবে তার জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান আগামীকাল মঙ্গলবার (২৯শে জুন) বেলা ১১:৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবস্থ আবদুস সালাম মিলনায়তনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বিজ্ঞপ্তিতে একই সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
# কাশেম