বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ:
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার শাশুড়ি আম্মা এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এর মাতা জাহেদা খাতুনের মৃত্যুতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) আনুমানিক রাত ০২:৩০ টায় কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে বার্ধক্যজনিত কারণেজাহেদা খাতুন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
শিল্প সচিববের শাশুড়ি আম্মার মৃত্যুতে শিল্প মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বাদ যোহর মিরপুর কালশী কবরস্থানে মরহুমার জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
/এডিজেড /একে/ দূরবীণ নিউজ