দূরবীণ নিউজ প্রতিবেদক :
আজ ১৪ জুন (সোমবার) রাজধানীর মিরপুর-১২ এর কালশীস্থ কুর্মিটোলা বিহারী ক্যাম্পের আগুনের ঘটনায় নিহতদের ৭ম বার্ষিকী উপলক্ষে নিহতদের স্মরনে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ(বিবিআরএ) পল্লবী থানা শাখা কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মাদ সুলাইমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৪ ই জুন শবেরাতের ভোর রাতে আতশবাজি নিয়ে সৃষ্ট দু’পক্ষের উত্তেজনায় পুলিশের ভুল পদক্ষেপের ফলে আগুনের ঘটনা ঘটে। ঐ আগুনে ঘুমন্ত ১টি বিহারী পরিবারের ১১ জন সদস্য পুড়ে মারা যায়, পরিবারের কর্তা ইয়াসীন পরে গাড়ি দূর্ঘটনায় মারা যান।
সেই মর্মান্তিক আগুনের ঘটনা আজও বিচার হয়নি। বাংলাদেশী বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এর স্থানীয় নেতা আজাজ ঐদিন পুলিশের গুলীতে নিহত হন। পুলিশ কর্তৃক দায়েরকৃত ৬টি মামলার মধ্যে ২টির চার্জশীট আদালতে দাখিল হয়েছে।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে ডিবি পুলিশ মিরপুর-১০ এর বিহারী নেতা আজাদ ভাসানীকে আশ্চর্যজনকভাবে প্রধান অভিযুক্ত করেছে।
কালশী হত্যাকান্ডের ৭ম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশী বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) পল্লবী থানা শাখা রাজধানীর মিরপুর-১০ এর মুসলিম ক্যাম্প ও ওয়াপদা বিল্ডিং ক্যাম্পে সকালে ও বিকালে পৃথক দুটি মিলাদ মাহফিল ও কোরআনখানীর আয়োজন করেছে। কোরআনখানী ও মিলাদ মাহফিলে আগুনে নিহতদের স্মরণে ও দেশবাসীর কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।