দূরবীণ নিউজ প্রতিবেদক :
বিএনপি নেতা ও নাটোরের সাবেক এমপি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট।
উচ্চ আদালত রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর আবেদনটি খারিজ (নট প্রেস রিজেক্ট) করেছেন। হাইকোর্ট একই সঙ্গে বিচারিক আদালতকে আগামী ছয় মাসের মধ্যে ওই মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। পিটিশনার পক্ষে ছিলেন মো. ইউসুফ আলী।#