দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী তিন দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে সারাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খবর বাসস।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন খুলনা কুমারখালিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কুমারখালীতে ৭৪ মিলিমিটার, টেকনাফে ৭২ মিলিমিটার, রাজারহাটে ৪২ মিলিমিটার, ঢাকায় ৩০ মিলিমিটার, টাঙ্গাইলে ৩৮ মিলিমিটার, হাতিয়ায় ৪৪ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
সূত্র : বাসস