দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের ৩টি শূন্য আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের ৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান। প্রয়াত তিন এমপির পরিবারের কোনও সদস্যকে এবার মনোনয়ন দেওয়া হয়নি।
আজ শনিবার (১২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
উপ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ডিসিসির সাবেক ওয়ার্ড কমিশনার আগা খান মিন্টু, কুমিল্লা-৫ আসনে আবুল হাশেম খান ও সিলেট-৩ আসনে হাবিবুর রহমানকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
অপরদিকে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী গত ৬ জুন ওই ৩টি আসনে উপ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন; ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট-৩ আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং কুমিল্লা-৫ আসনে মো: জসিম উদ্দিন। অপর দিকে বিএনপি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছে। #