বিশেষ প্রতিনিধি,দূরবীন নিউজ:
কৃষি সম্প্রসারণ বিভাগ এবং মানিকগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত বুধবার ( ৯ জুন) গাজীপুরের বাসনে অবস্থিত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘লাল তীর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ পরিদর্শন করেছেন। এ সময় মানিকগঞ্জ জেলার মডেল কৃষকেরা উপস্থিত ছিলেন।
উদ্বুদ্ধকরণ এই কর্মসূচিতে অংশ নেন মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ শাহজাহান আলী বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রওশন আলম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আশিস কুমার কর, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আফতাব উদ্দিন মাহমুদ, কৃষি অফিসার আবদুল গফফার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্বাচিত কৃষকরা লাল তীর সীড লিমিটেডের বীজ গবেষণা, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, অঙ্কুরোদগম পরীক্ষা, প্যাকেজিং ও বাজারজাতকরণসহ প্রত্যেকটি ধাপের কার্যক্রম পরিদর্শন করেন। গবেষণা ও উন্নয়ন ফার্মের পুরো কার্যক্রম দেখে অভিভূত হন তারা।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মডেল কৃষক জুয়েল মিয়া বলেন, বাংলাদেশে একমাত্র লাল তীর মানসম্মত ও উন্নত মানের বীজ উৎপাদন ও বাজারজাত করছে বলে শুনে এসেছি। আজ নিজ চোখে সকল প্রক্রিয়া দেখলাম। লাল তীরের প্রতি আস্থা আরও বেড়ে গেল।
প্লান্ট পরিদর্শন শেষে লাল তীর বীজ গবেষণা ও উন্নয়ন ফার্মের নির্বাহী পরিচালক, বীজ গবেষণা, পণ্য উন্নয়ন, প্রসেসিং, সংরক্ষণ ও পরীক্ষাগারসহ অন্যান্য বিভাগীয় প্রধানগন এবং ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয়) কৃষি সম্প্রসারণ কমকর্তারা ও মডেল কৃষকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভা শেষে কৃষি সম্প্রসারণ বিভাগ ও জেলা বীজ প্রত্যয়ন বিভাগের কর্মকর্তারা পুরো প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানসম্মত বলে মন্তব্য করেন।
/ এডিজেড /কাশেম / দূরবীন নিউজ