বিশেষ প্রতিনিধি,দূরবীন নিউজ:
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন,সরকার করোনা মহামারী মোকাবেলা করাসহ সর্বক্ষেত্রেই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ।
আজ শুক্রবার (১১ জুন) বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়নগজ্ঞ জেলার সোনারগাঁও উপজেলা শাখা’র উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবন্ধী নারীকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবীবুন নবী খান সোহেল বলেন, পার্শ্ববর্তী দেশ নেপাল, ভূটান, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভিয়েতনামে করোনা মহামারীতে খুব কম সংখ্যক মানুষ মারা গেলেও সরকারী হিসেবে এ পর্যন্ত বাংলাদেশে ১২ হাজার ৫০০ এর অধিক মানুষ মারা গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা আরো বেশী।
তিনি বলেন, আইয়ুব, ইয়াহিয়ার আমলেও এদেশের মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারসহ সকল মৌলিক ও মানবাধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা ।
বর্তমান সরকারের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের আরো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। একই সাথে বেগম খালেদা জিয়া মুক্তি ও জনগণের সরকার প্রতিষ্ঠায় জনগণকে সাথে নিয়ে রাজপথে সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক এই সভাপতি।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাহ উদ্দিন সালুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, উপদেষ্টা জাকির হোসেন মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, আশরাফ উদ্দিন রুবেল, ডি. জেড. এম. হাসান বিন সফিক, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মহিউদ্দিন লোবান, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ কাঞ্চন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা এ বি এম মুকুল, মোজাম্মেল হক মৃধা, মো. আনোয়ার হোসেন, ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এস শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এডিজেড / কাশেম/ দূরবীন নিউজ