দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ১৪ জুলাই জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই উপ নির্বাচনে ইতোমধ্যে অনেকই সরকার সমর্থিত আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ব্যাপক তদবির শুরু করেছেন।
অনেক শীর্ষ স্থানীয় নেতাদের ছবির পাশে নিজের ছবি বসিয়ে রঙিন পোস্টা ছাপিয়েছেন। অনেকে আবার ছাত্র রাজনীতি, কর্মজীবনসহ বর্তমান দলীয় পদ ও পদবিসহ নানা তথ্য প্রচার করে যাচ্ছেন।
ঢাকা-১৪ আসনে এমপি পদপ্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ঢাকা কলেজের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নৌকার মনোয়ন প্রত্যাশী।
বি.এস.সি (অনার্স) এম.এস.সি পাস করা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বর্তমানে রাজধানীর মিরপুরের ৩৭৬ নম্বর মনিপুরে বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা : গ্রাম ও ডাকঘর: বরাইদ, উপজেলা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জে বলে জানা যায়।
তার জীবন বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে:
নাম : মোয়াজ্জেম হোসেন খান মজলিশ,পিতার নাম : মরহুম মাহতাব উদ্দিন খান মজলিস,মাতার নাম : মরহুমা আজিজা বেগম, বর্তমান ঠিকানা : বাসা ৩৭৬, মনিপুর, মিরপুর, ঢাকা-১২১৬।
স্থায়ী ঠিকানা : গ্রাম ও ডাকঘর: বরাইদ, উপজেলা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জ, জন্ম তারিখ : ১৭ইং ডিসেম্বর ১৯৫০ইং, জাতীয়তা : বাংলাদেশ (জন্ম সূত্রে),বৈবাহিক অবস্থা : বিবাহিত, ধর্ম : ইসলাাম এবং শিক্ষাগত যোগ্যতা : বি.এস.সি (অনার্স) এম.এস.সি ।
রাজনৈতিক অভিজ্ঞতা:
●পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ঢাকা কলেজের সাংগঠনিক সম্পাদক (১৯৬৫-১৯৬৬)। ●ঢাকা বিশ^বিদ্যালয় ফজলুল হক ছাত্র সংসদের নির্বাচিত সমাজ সেবা সম্পাদক (১৯৬৭-১৯৬৮)।●ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (১৯৬৯- ১৯৭২)। ●স্বাধীনতাত্তোর প্রথম ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী (জিনাত মজলিশ পরিষদ-১৯৭২)। ●ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক (১৯৭৩)।
প্রশাসনিক অভিজ্ঞতা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক।
মুক্তিযুদ্ধে ভূমিকা:
●বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। ●বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার। ●মুক্তিযোদ্ধা হিসাবে তৎকালীন বেলুচ রেজিমেন্টের ক্যাপ্টেন মতিউর রহমানের সঙ্গে নরসিংদী, ভৈরব, আজমিরগঞ্জ প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ।
মুজিব শতবর্ষ:
বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রথম জন্ম বার্ষিকী উপলক্ষে আমি মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে “মুজিব জন্মতিথী” নামক শুভেচ্ছা কার্ড তৈরী করি। তখন বাংলাদেশের সফররত ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ঢাকা সফরকালে তার সম্মানে বঙ্গভবনে আয়োজিত সম্বর্ধনা সভায় উক্ত শুভেচ্ছা কার্ডটি বঙ্গবন্ধু ও শ্রীমতি ইন্দিরাগান্ধীকে দেই।
শেখ মুজিবের জন্মশত বার্ষিকীকে অধিকতর মর্যাদায় পালন উপলক্ষে “বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পরিষদ” গঠন করি এর আহবায়ক হিসাবে বিভিন্ন সভা সেমিনার আয়োজন করে যাচ্ছি। # কাশেম