দূরবীণ নিউজ প্রতিবেদক :
চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে শুক্রবার (৪ জুন) বাদ জুমা রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশ করেছেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতারা। এই সমাবেশ থেকে নেতারা আগামী ২০২২ সালে অনুষ্ঠিতব্য বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন ।
চীনের তিয়ানমিন ট্রাজেডির ৩৩তম বার্ষিকী ও উইঘুর নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খান বলেন, চীন সারা পৃথিবীকে ঋণের ফাঁদে ফেলে একাধারে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
বিভিন্ন দেশের সরকার এমনকি ইসলামী বিশ্বের সরকাররাও মুখে কুলুপ এটে বসে আছেন। চীনের অর্থের মোহে অনেকেই কথা বলতে চান না। এহেন পরিস্থিতিতে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল দেশকে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করা উচিত।
সাম্প্রতিক সময়ে চীনে উইঘুর নির্যাতনের ভয়াবহতা সম্পর্কে দলটির মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, চীন সরকার সারা বিশ্বের প্রতিবাদকে অগ্রাহ্য করে কয়েক দশক ধরে উইঘুর, হান মুসলিম ও স্বাধীনতাকামী মানুষকে গুম, হত্যা, ধর্ষণ, নীপিড়ন ও জোরপূর্বক ক্যাম্পে আটক রেখে মানবাধিকার লঙ্ঘন করছে।
তিনি চীনা পণ্য বয়কট ও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। পাশাপাশি জাতিসঙ্ঘকে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আহ্বান জানান।
উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা’
এ দিকে চীনের তিয়ানানমেন স্কয়ার ট্রাজেডির ও উইঘুর নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটক অনুষ্ঠিত হয়েছে। উইঘুরদের নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা (Silence of Humanitz) পরিবেশন করে সামাদ ভূঞা ও তার দল। পথনাটকটির আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি)।
১৯৮৯ সালের ৪ জুন চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রের দাবির আন্দোলনে চীন সরকার গণহত্যা চালিয়েছিল। ওই ট্রাজেডির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে ওডিবি। #