দূরবীণ নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও ঠেকাতে পারেনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকায় বিয়ের অনুষ্ঠান। জীবনের ঝুঁকি নিয়ে নতুন সাংসারিক জীবন গঠনের উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। জোয়ারে তলিয়ে গেছে বিয়ের বাড়ি- ঘর। তাতে কি হয়েছে লোকজন নতুন জামাই ও নতুন বউকে (বর-কনে) কোলে পানি পার করছেন লোকজন।
পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি প্রবেশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ভেসে গেছে উপকূল ও এর আশপাশের এলাকার নদ-নদী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।
এই দুর্যোগকালে বুধবার (২৬ মে) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দ্রা চালকের মেয়ের বিয়ের দিন নির্ধারণ ছিল। কিন্তু ওইদিন ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের আশপাশ এলাকা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
#