দূরবীণ নিউজ ডেস্ক :
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী সরকার গঠনে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পার্লামেন্ট ভেঙে দিয়েছেন । একই সাথে আগামী নভেম্বরে নতুন করে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২২ মে) নেপালি প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।
এর আগে দেশটিতে সরকার গঠনে প্রেসিডেন্টের নির্ধারণ করে দেয়া শুক্রবার পর্যন্ত ডেডলাইনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও বিরোধী দলীয় নেতা শের বাহদুর দেউবা, কেউই সক্ষম না হওয়ার জেরে এই আদেশ দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।
বিবৃতি অনুসারে আগামী ১২ নভেম্বর পার্লামেন্টের প্রথম দফার নির্বাচন ও ১৯ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উভয় দলের পক্ষ থেকে এই আদেশের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
#সূত্র : রয়টার্স