আবুল কাশেম, দূরবীণ নিউজ :
পুরোদমে এগিয়ে চলছে রাজধানীর মিরপুরে বহুল আলোচিত কল্যাণপুর খালের আবর্জনা অপসারণের কার্যক্রম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের নির্দেশে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের তদারিক ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় কল্যাণপুর খালের আবর্জনা দ্রুত অপসারণ করা হচ্ছে।
ইতোমধ্যে কল্যাণপুর খালের ভেতরে পানির প্রবাহ শুরু হয়েছে। আর অবস্থা দৃষ্টেমনে হচ্ছে এবার বর্ষায় মিরপুরের রাস্তা-ঘাট ময়লা পানিতে তলিয়ে যাবে না।
কিন্তু বিগত বছরগুলো এই খালের ময়লা-আবর্জনা পরিস্কার না করায় বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারতো না। ফলে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। সেই সঙ্গে মানুষের দু’র্ভোগ বেড়ে যেতো অনেক। ময়লা পানির দুর্গন্ধ দূষিত পরিবেশ দূষণ হতো।
গত বছর ঢাকা জেলা প্রশাসন , ওয়াসা এবং ডিএনসিসি কর্তৃপক্ষ কয়েক দফায় মিরপুরে শেওড়াপাড়া থেকে পশ্চিম আগারগাঁও পর্যন্ত ১ দশমিক ২৫ কিলোমিটার এলাকায় এই খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। একই সঙ্গে আশপাশের সংশ্লিষ্ট
খাল এবং ড্রেনগুলো অবৈধ দখলমুক্ত করা হয়। সরেজমিন কল্যাণপুরের চিত্র পালটে যাচ্ছে। #