দূরবীণ নিউজ ডেস্ক:
অবশেষে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সরকারের নির্দেশে করোনা সংক্রমণ রোধে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। শুধু জরুরি রোগী ও লাশবাহী যানবাহন পারাপারের জন্য দুটি ফেরি সচল রাখা হয়।
আজ সোমবার (১০মে) ঈদে রাজধানী ফেরত মানুষ গ্রামে ফিরছে। ফেরি বন্ধ থাকায় শত শত যাত্রী দুর্ভোগে পরে। বিষয়টি চিন্তা করে আজ সোমবার বিকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান ফেরি চলার বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনের পর থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঈদে ঘরমুখী মানুষের স্রোত কোনোভাবেই ফেরানো সম্ভব হচ্ছে না।
এ বিষয় নিয়ে ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করে বহরে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে আরিচা-কাজীরহাট নৌরুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।#