দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে (বার অ্যাসোসিয়েশনে) সব আইনজীবীকে আর্থিক সহযোগিতা ও উৎসব ভাতার প্রদানে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক ড. মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। একই সঙ্গে হাইকোর্টে ৩৫ ভার্চুয়াল বেঞ্চ চেয়ে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
আইনজীবী মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী নিজে আবেদনের বিষয়টি বুধবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলছেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে গত এক বছর ধরে নিয়মিত আদালত না চলায় আইন পেশা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। হাইকোর্টের নিয়মিত কার্যক্রম না চলা এবং ভার্চুয়ালে যেসব বেঞ্চ চালু থাকার কথা সেগুলো নিয়মিত না থাকায় আইনজীবীরা ঠিকমতো কাজ করতে পারেনি।
এদিকে, চলমান ‘সর্বাত্মক লকডাউনে’ আগের মতো হাইকোর্টের ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ ও নিয়মিত নিম্ন আদালত চালুর জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে গত ২৭ এপ্রিল এক মানববন্ধনে পরিষদের নেতারা এ আহ্বান জানান।
আইনজীবীরা বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অনেক আইনজীবী মারা গেছেন। এখনও হাজার হাজার আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা ইতোমধ্যে জেনেছি বিভিন্ন বার থেকে আইনজীবীদের সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। ওসব বারের নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।
মানববন্ধনে মোমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘হাইকোর্ট বিভাগের ৩৫টি বেঞ্চ ভার্চ্যুয়াল কার্যক্রমের সক্ষমতা অর্জন করেছে। এখন কেন ছয়টি কোর্ট তা বোধগম্য নয়। প্রধান বিচারপতির কাছে নিবেদন, অবিলম্বে হাইকোর্ট বিভাগে ৩৫টি ভার্চ্যুয়াল কোর্ট চালু করতে হবে। নিম্ন আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। নিম্ন আদালতে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি হচ্ছে না।’
সরকারের উদ্দেশে মোমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘সরকারের কাছে নিবেদন, একটি বছর করোনার কারণে আইন পেশা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। সব পেশার লোকদের প্রণোদনা দিয়েছেন। প্রত্যেক আইনজীবীকে দুই লাখ টাকা করে আর্থিক প্রণোদনা এবং পাঁচ লাখ টাকা করে সুদ ও জামানতবিহীন আর্থিক ঋণ প্রদানের জন্য অনুরোধ করছি।’#