দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর অভিযানে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকা থেকে ৯১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার (২৭ এপ্রিল ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।
বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা, দেশী মদ, বিদেশী মদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা মোটরসাইকেল যোগে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট এর চালান বিক্রয়ের জন্য মাওয়া ফেরীঘাট হয়ে যশোরের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল গত ২৬ এপ্রিল দিবাগত রাত ৯ টা ৫০ মিনিটের সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন মেঘনা টাওয়ারের বিপরীত পার্শ্বে শনিআখড়াস্থ শনি মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে মোঃ সবুজ শেখ (২৭) এবং মোঃ ইসমাইল হোসেন(২৯)কে গ্রেফতার করা হয়। তাদের ঠিকানা জেলা-যশোরে বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ৯১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার কারা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।
এই আসামীদ্বয়ের বিরুদ্ধে আজ ২৭ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০ (গ)/৩৮ ধারায় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার (মামলা নং-৯৫) একটি মামলা দায়ের করা হয়েছে।
#