দূরবীণ নিউজ প্রতিবেদক:
হবিগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সদর উপজেলার ৩ নম্বর তেগুরিয়া ইউনিয়নের রামপুরা গ্রামের প্রভাবশালীরা বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে সমাজচ্যু করেছেন।
একটি ঘটনা নিয়ে মারামারিকে কেন্দ্র করে গত ২৬ মার্চ রামপুরা গ্রামের সমাজপতিরা সালিশে শেষে বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে (৭৪) সমাজচ্যুত করেন। পাশাপাশি বলা হয়- যারা সুরুজ আলীকে সহযোগিতা করবেন তাদেরও ২০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া সুরুজ আলীকে খাদ্যদ্রব্য, জ্বালালি গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে নিষেধাজ্ঞা দেয় সমাজপতি আব্দুর রবসহ আরও কয়েকজন।
এরপর সুরজ আলী জেলার প্রশাসকের কাছে আবেদন জানান। কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন সহযোগিতা না পেয়ে গত ১১ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
সোমবার (১৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ওই রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
এ বিষয়ে গৌরাঙ্গ চন্দ্র কর বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রসাশকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন সুরুজ আলী। আবেদনে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন।
রিটে বিবাদী করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জ জেলা প্রসাশক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট সমাজপতিদের। ওই রিটের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন। #