দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান করোনায় মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
শনিবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেওয়া একটি পোস্টে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া লিখেছেন, ‘আমাদের শিক্ষক ড. নজরুল ইসলাম খানের মৃত্যুতে ভারাক্রান্ত মনে গভীর শোক প্রকাশ করছি। তিনি গত কয়েকদিন যাবৎ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন’।
আগামীকাল জোহরের নামাজের পর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে অধ্যাপক নজরুলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে জানান অধ্যাপক নিজামুল। #