দূরবীণ নিউজ ডেস্ক:
জম্মের পর থেকে মৃত্যুর আগপর্যন্ত প্রকৃতিতে থেকে স্বাধীনভাবে ইচ্ছে মতো শ্বাস- প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের বিষয়টি নিয়ে আমরা কখনো ভাবি না। কিন্তু আমরা তখনই ভাবতে থাকি, যখন আল্লাহর দান বিনা পয়সায় প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ (শ্বাস-প্রশ্বাস) করতে সমস্যা হয়।
তবে এবার করোনায় আক্রান্ত রোগীদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস সচল রাখতে স্বজনরা ছুটিছেন ‘ভেন্টিলেটরের’ জন্য বিভিন্ন নামী- দামী হাসপাতালে। তাও অনেক পাচ্ছেন আবার অনেকে পাচ্ছেন না।
আমাদের অনেকেই ছুটে যাচ্ছেন কৃত্রিম উপায়ে অনেক টাকার বিনিময়ে হলেও অসুস্থ ব্যক্তিকে (রোগী) একটু স্বস্থির ব্যবস্থার জন্য অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাসের কার্যক্রমটা সচল রাখার। নামী দামী হাসপাতালে মোটা অংকের বিল পরিশোধ করতেও রাজি হচ্ছেন। কিন্তু আমরা কি জীবনে কখনো প্রকৃতির (আল্লাহর দান) অক্সিজেনের মালিকের কথা ভেবেছি।
তিনি (আল্লাহ ) আমদের কাছে কি পরিমান বকেয়া বিল পাওনা রয়েছেন। আর এই পাওনা কিভাবে পরিশোধ করব। তবে পরিশোধের একটা সুযোগ তিনিই বলে দিয়েছেন, আর সেটা হলো ,মহান আল্লাহ শোকরিয়া আদায় করা এবং তার ইবাদত করা। তাহলেই তিনি তার বান্দাকে ক্ষমতা করতে পারেন।বিদেশে হাসপাতালে বয়স্ক এক ব্যক্তির ফাইল ছবি
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত , ইতালির ৯৩ বছরের বয়স্ক ব্যক্তি এক দিনের ভেন্টিলেটরের (অক্সিজেন) বিল কাঁদতে ছিলেন। ওই বিষয়টি নিয়ে লিখেছেন ‘ফেসবুকে’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদস্য অবসরে যাওয়া একজন কর কর্মকর্তা মো. লিয়াকত আলী।
দূরবীণ নিউজ টোয়েন্টিফের ডটকমের পাঠকদের জন্য নিম্মের তার আবেগময় খেলাটি হুবহু তুলে ধরা হলো।
লেখাটি :
ইতালিতে করোনায় আক্রান্ত ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ সুস্থ হয়েছিলেন,সুস্থ হওয়ার পর তাকে বলা হলো হসপিটালের বিল পরিশোধ করতে “যেখানে ১ দিনের ভেন্টিলেটর বিল ছিল ৫,০০০ ইউরো” যা,বাংলাদেশী টাকায় ৫ লক্ষ টাকার উপরে।
বৃদ্ধ বিলের কথা শুনে কাঁদতে লাগলেন, ডাক্তাররা তাকে আস্বস্ত করলেন যেন বিল পে’র জন্য কান্না না করে।
তিনি বললেন, আমার কান্না বিলের জন্য না আমি সম্পুর্ণ বিল পরিশোধ করবো।
আমি বরং কান্না করছি একদিন নিশ্বাস নেয়ার জন্য আমাকে ৫০০০ পাউন্ড দিতে হচ্ছে অথচ ৯৩ বছর ধরে আমি সৃষ্টিকর্তার দেয়া সতেজ বাতাসে নিশ্বাস নিচ্ছি যার জন্য আমাকে কখনো পে করতে হয়নি!! তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কতটা ঋণী ।
আল্লাহ পাক বলেনঃ “সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ?” (সূরা আর-রাহমান) আল্লাহ পাক আমাদেরকে তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন- আমিন ।
# কাশেম