দূরবীণ নিউজ প্রতিবেদক:
গৃহকর্মী হত্যা মামলায় রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারজানা ইসলামকে আরো ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওই কলেজের একটি আবাসিক ভবনে শিক্ষিকা ফারজানা ইসলামের বাসা থেকে লাইলি আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধারের মামলায় দ্বিতীয় দফা ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) প্রথম দফায় ৪ দিনের রিমান্ড শেষে আসামির বিরুদ্ধে আরো ৭ দিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি পুনরায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (১১ এপ্রিল) আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে কলেজের শিক্ষিকা আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলি আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা হয়।
নিহতের মা শ্যামলা বেগম বলেন, লাইলির ফুফুর মাধ্যমে আট মাস আগে এক হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দেয়া হয়। বিভিন্ন সময় আমি দেখা করতে চাইলে দেখা করতে দিত না।
তিনি অভিযোগ করেন, আমার মেয়েকে পিটিয়ে, বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। থানায় একটি মামলাও করা হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার সন্তান লাইলি। বর্তমানে নিউ মার্কেটের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল শিক্ষিকা আবাসিক ভবনের ১/১-এইচ নম্বর বাসার চতুর্থ তলায় থাকতেন।#