দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হযে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মোকাদ্দাস আলীর মৃত্যূ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেন, ‘মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল ) দিবাগত রাত দেড়টার দিকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার লাশ মোহাম্মদ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার হাকিমপুর উপজেলায়। তিনি ১৯৭৮ সালের ৪ মার্চ হাইকোর্টে আইনপেশায় যুক্ত হন এবং একই বছরের ২১ মার্চ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। সুপ্রিমকোর্টে তার চেম্বার ছিল এনেক্স ৪০৪২।’
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও আইনজীবীদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।#