দূরবীণ নিউজ প্রতিবেদক:
দেশ ত্যাগে দুদকের নিষেধাজ্ঞা অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন দায়ের।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। দুদকের এই আবেদনে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
দুদকের আইনজীবী বলেন, গত ১৬ মার্চ নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমানের বিদেশ যাওয়ার ওপর দুদকের নিষেধাজ্ঞা অবৈধ উল্লেখ করে রায় দেন হাইকোর্ট। ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত ৪ এপ্রিল প্রকাশিত হয়। এরপর দুদক আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন দাখিল করল।
নরসিংদীর বাসিন্দা ব্যবসায়ী আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমানের বিদেশ যাওয়ার ওপর দুদকের দেওয়া নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দাখিল করা এক রিট মামলায় এ রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ‘আমাদের বলতে দ্বিধা নেই যে, নাগরিকের চলাফেরার সাংবিধানিক অধিকার কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের খেয়াল খুশি অনুযায়ী নিয়ন্ত্রণ বা বারিত করা অসাংবিধানিক।’
রায়ে আরো বলা হয়, ‘অনির্দিষ্ট সময়ের জন্য কারো ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ সংবিধান ও মানবতাবিরোধী পদক্ষেপ। সুনির্দিষ্ট আইন বা বিধির অনুপস্থিতিতে কোনো তদন্ত সংস্থার দাপ্তরিক আদেশ দিয়ে এ ধরনের পদক্ষেপ বা কার্যধারা গ্রহণ সংবিধান পরিপন্থী। তাই এর সময়সীমা নির্দিষ্ট করাও ন্যায়সংগত হবে।’
রায়ে জনগণের স্বাধীন চলাফেরার অধিকার সম্বলিত সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়, ‘বিধান অনুসারে কোনো নাগরিকের চলাফেরার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ বা বারিত করতে হলে তা হতে হবে প্রথমত জনস্বার্থে এবং দ্বিতীয়ত সুনির্দিষ্ট আইনের দ্বারা।
এ ধরনের গৃহীত পদক্ষেপ শুধুমাত্র জনস্বার্থে হলেই চলবে না-তা হতে হবে সুনির্দিষ্ট আইনের দ্বারা; আবার শুধু আইনের দ্বারা হলেও চলবে না- হতে হবে জনস্বার্থে। কোনো ব্যক্তির চলাফেরা নিয়ন্ত্রণ বা বারিত করতে হলে ওপরোক্ত দুটি শর্তই পূরণ অপরিহার্য; দুই শর্তের একটি পূরণ হলে অপরটি না হলে তা আইন সংগত হবে না।’/