দূরবীণ নিউজ ডেস্ক:
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে ডি-৮ কমিশনের সভাপতি করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) ডি-৮ কমিশনারদের ৪৩তম সভায় কমিশনের বিদায়ী চেয়ার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাল্টিল্যাটারাল অ্যাফেয়ার্সের মহাপরিচালক ওমের গুচাক বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ডি-৮ কমিশনের সভাপতির পদটি হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আয়োজিত সভায় ডি-৮ ভুক্ত দেশগুলোর কমিশনাররা অংশ নেন। এ সভার ধারাবাহিকতায় আগামী ৭ এপ্রিল ২০২১ তারিখে ভার্চুয়াল মাধ্যমে ১৯তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এবং আগামী ৮ এপ্রিল ২০২১ তারিখে ভার্চুয়াল মাধ্যমে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়া দশম শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে সোমবার ডি-৮ বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অতিথি হিসেবে বক্তব্য দেন।
একইসঙ্গে এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সোমবার প্রথমবারের মতো ডি-৮ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সম্মেলনে সমাপনী বক্তব্য দেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত যুব শীর্ষ সম্মেলনে ডি-৮ ভুক্ত দেশগুলোর যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রীরা বক্তব্য দেন। এতে ডি-৮ ভুক্ত দেশগুলো থেকে প্রায় ১৮০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে।
১৯৯৬ সালে উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ডি-৮ জোট গঠন করা হয়। গঠনের এক বছরের মাথায় ১৯৯৭ সালে জোটটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন। ডি-৮ জোটের দ্বিতীয় সম্মেলন ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। /সূত্র-ঢাকা পোষ্ট,