দূরবীণ নিউজ প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, সাবেক মহাসচিব প্রয়াত নূর হুসাইন কাসেমী এবং মুহাম্মদ মামুনুল হকসহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সরকারের সয়শ্লিষ্ট সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের এই হিসাব তলব করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) গণমাধ্যমে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষ থেকে ৫৪ হেফাজত নেতার ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রকাশিত হয়েছে।
মোদিবিরোধী আন্দোলনের পর তাদের ব্যাংকে কী পরিমাণ অস্বাভাবিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার (১ এপ্রিল) তাদের হিসাব তলব করা হয়।
৫৪ নেতার মধ্যে উল্লেখ যোগ্যদের মধ্যে রয়েছেন, হেফাজতের আমির ও মহাসচিব ছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাইল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এই নেতারাসহ বিভিন্ন জেলায় হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। /