দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনায় সারাদেশে একদিনে আরো ৫৯ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত ৬ হাজার ৪৬৯ জন।এর আগে, ২০২০ সালের ৩০ জুন একদিনে ৬৪ জনের মৃত্যূ হয়ে ছিল। করোনায় দেশে মৃতের সংখ্যা ৯ হাজার ১০৫ জন।
আজ করোনায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। এ সময়ে ২৮ হাজার ১৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি নমুনা। এ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যূ বরনকারী ৫৯ জনের মধ্যে ৩৫ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। হাসপাতালে মৃত্যূ হয়েছে ৫৭ জন, দুই জনের মৃত্যু হয়েছে বাড়িতে। এ পর্যন্ত মোট মৃত্যূ বরনকারী ৯ হাজার ১০৫ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৮৪৭ জন, নারী দুই হাজার ২৫৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৫৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ, ২০২০ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়। #