দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনার হিংস্র থাবায় (কোভিড-১৯) অন্যান্য পেশারা লোজনের পাশাপাশি রাজপথে ও অফিসে কর্মরত সাংবাদিকরাও মারাত্বকভাবে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে রিপোর্টার এবং ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরাও করোনা থেকে রেহাইপাচ্ছেন না। আর এই বিষয়টি সত্যিই উদ্ভেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ ক্র্যাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বেশ কয়জন সদস্য এবং তাদের পরিবারের লোকজন করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
বুধবার (৩১ মার্চ) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এইতথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান করোনায় অ্রাক্রান্তদের মধ্যে রয়েছে, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ওমর ফারুকের স্ত্রী এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইকবাল হাসান ফরিদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারা শারিরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।
এনটিভির সিনিয়র রিপোর্টার সফিক শাহীন ও আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলমের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা ইতিমধ্যে নমুনা জমা দিয়েছেন।
এদিকে ক্র্যাবের সকল সদস্যের সুস্থতা কামনা করে ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানিত সদস্যদের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।
ক্র্যাব নেতৃবৃন্দ করোনা সংক্রামণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, দেশের অনাকাঙ্খিত দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্র্যাব সদস্যরা মাঠে-ঘাটে কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন। ফলে সবাইকে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্যও আহবান জানিয়েছেন।
# প্রেস বিজ্ঞপ্তি।