দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ. কে. এম. আমিন উদ্দিন (মানিক)। করোনা পজিটিভ রেজাল্ট আসার বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রিপোর্ট আসার পর চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন এবং অন্যান্য নিয়ম মেনে চলছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সহায়তা কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর ল’ইয়ার্স সলিডারিটি (এনএলএফ) -এর অর্থ বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা সমিতি, ঢাকার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার জন্ম ১৯৬৬ সালের ১ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বসুরহাটে। ৭ ভাই ৩ বোনের মধ্যে তিনি ৫ম।
তিনি বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল, বসুরহাট সরকারি মুজিব কলেজ, জগন্নাথ কলেজ এবং সেন্ট্রাল ল’ কলেজে পড়ালেখা করেছেন।
বাংলাদেশ বার কাউন্সিল থেকে ১৯৯৫ সালে আইনপেশা পরিচালনার সনদ নিয়ে একই সঙ্গে ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন।
তিনি ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনায় যুক্ত হন। ২০০৬ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। ১৯৯৫ সাল থেকে তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য।
বর্তমান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তিনি তার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ঢাকা জজ কোর্টে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি থেকে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।/