দূরবীণ নিউজ ডেস্ক :
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৮ মার্চ) বেলা দেড়টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়,ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে গত শুক্রবার পুলিশের সাথে সংঘর্ষে মুসল্লিদের হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। ওই কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন সকাল ৯টা থেকেই হরতালের সমার্থনে হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চিটাগাং রোড এলকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশের সাথে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হলেও পুরো এলাকাটি হেফাজত কর্মীদের নিয়ন্ত্রণে ছিলো।
পরে দুপুরের দিকে তারা নিজেরাই এক সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মহাসড়কের অবস্থান তুলে নেন। এরপরই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের সমর্থনে থাকা হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক গাড়ি ভাংচুর, ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ ও একাধিক আহতের ঘটনা ঘটে।/