দূরবীণ নিউজ প্রতিবেদক:
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভির’ স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ (ইশতিয়াক ইমন) ও ‘বাংলাভিশনের’ সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ানসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দ।
শনিবার (২৭ মার্চ) ডিআরইউর দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিবৃতিতে বলেন, ২৬ মার্চ শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে ইমন ও দীপনসহ প্রায় ১০ জন সাংবাদিক খোদ রাজধানীতে হামলার স্বীকার হয়েছেন। যা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে ডিআরইউ’র দুই সদস্যসহ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রæত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান হয়।
গতকাল শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন বেসরকারিহাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
/প্রেস বিজ্ঞপ্তি ।