দূরবীণ নিউজ প্রতিবেদক :
বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
২৬ মার্চ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় ডিআরইউ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ডিআরইউ কার্যালয়ে এসে শেষ হয়।ডিআরইউ’র ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি বাবুল ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মাইনুল হাসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, উদযাপন কমিটির সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য রফিক রাফি, নার্গিস জুঁই, জাহাঙ্গীর কিরণ, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আখতারসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুবর্ণজয়ন্তী উদযাপনে কেক কাটা হয়। আনন্দ শোভাযাত্রার পর বেলা পৌনে ১টায় ডিআরইউ’র ক্যান্টিনে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ সদস্যরা কেক কাটেন।
এ সময় অন্যদের মধ্যে ডিআরইউ’র দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, সাবেক কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক চ লসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
২৫ মার্চ কালরাত্রি পালন: এদিকে এর আগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২৫ মার্চ রাত ৯টা ১ মিনিটে সংগঠন চত্বরে এক মিনিটের জন্য ব্ল্যাকআউটের মাধ্যমে কালরাত্রি পালন করে ডিআরইউ। এর পরপরই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি বাবুল ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে ডিআরইউ’র কার্যালয়ের ভেতরে ও বাইরে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এসময় ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুকুর আলী শুভ ও রিয়াজ চৌধুরী, ডিআরইউ’র যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যরির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, রফিক রাফিসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন । / প্রেস বিজ্ঞপ্তি