দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, নিজেরা দুর্নীতিমুক্ত থাকলে কমিশনের দায়িত্বপালন অনেকাংশে সহজ হবে। দুর্নীতির অনুসন্ধান কিংবা তদন্তে অযথা কালক্ষেপণ করা যাবে না।
দুদক চেয়ারম্যান তার অধীনস্থদেরকে বলেন ,’ আসুন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে, দুর্নীতি নির্মূলের চেষ্টা চালিয়ে যাবার শপথ নেই ।’
শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২০২১ উপলক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক , সচিব ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদার, মহাপিরচালক আ ন ম আল ফিরোজ, দুদক পরিচালক মোঃ সফিকুর রহমান ভূঁইয়া, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও অংশ গ্রহণ করেন দুদকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের মহাপিরচালক, পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাগণ ।
দুদক চেয়ারম্যান বলেন ,আসুন, একসাথে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে দুর্নীতির বিরুদ্ধে স্ব-স্ব আইনি দায়িত্ব পালনের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি।
তিনি বলেন, জাতির পিতা উন্নত দেশ বিনির্মাণে পথ নকশা তৈরি করে গেছেন। তার উপর ভিত্তি করেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আর এই উন্নয়ন ধরে রাখতে হলে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আর এগুলো নিশ্চিত করার জন্য সবার আগে দুর্নীতি নির্মূল করতে হবে।
দুদক কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান বলেন, কমিশনের মূল কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিতদেরকে কোন প্রকার ছাড় না দেওয়া হবে। পাশাপাশি কাউকে অহেতুক হয়রানিও করা যাবে না।
দুদক কমিশনার মোঃ জহুরুল হক বলেন , সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা না গেলে সব উন্নয়নই ম্লান হয়ে যাবে। এখতিয়ারে মধ্যে থেকে, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজ করতে হবে। /