দূরবীণ নিউজ বিনোদন ডেস্ক:
আগামী ২৬ মার্চ মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদের পরিচালনায় পরীমনির নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’।
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘স্ফুলিঙ্গ’তে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।
আজ বুধবার (২৪ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছে সিনেমাটির প্রিমিয়ারের। কলকাতায় নিয়মিত চেকআপ করাতে যাওয়ায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারছে না পরীমনি।
আর সেই বিষয়টি বেশ পুড়িয়ে মারছে এই অভিনেত্রীকে। দুপুরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের মনের কথাগুলো ব্যক্ত করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা।
পোস্টে পরী লেখেন, ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ্ কি দারুণ হতো ব্যাপারটা!’
তার ভাষায়, “সকাল নয়টা থেকে রেগুলার চেকআপে এই ডাক্তার থেকে ওই ডাক্তারের চেম্বারে।
আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট।
পাখি হলে ঠিক সন্ধার আগে আগে উড়াল দিতাম আমি। কোনো কিছুই আমাকে বেধে রাখতে পারতো না।
ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে-‘স্ফুলিঙ্গ’র প্রিমিয়ারে!”
পরী লেখেন, “একসাথে সবাই মিলে দেখতাম আমাদের ‘স্ফুলিঙ্গ’ টিমের এতো মায়া, এতো যত্নে বনানো গল্পটা।
প্রিয় মানুষদের সাথে সেলফি, সিনেপ্লেক্সের পপকর্নের সাথে কফি, স্পট লাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে একের পর এক ইন্টারভিউ সেশন আর এতো গুণী একজন পরিচালকের দোয়া। সব কিছু মিস করবো।
আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম। আমি উড়ে যেতে পারলাম না। তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে ‘স্ফুলিঙ্গ’র প্রিমিয়ারে।
একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই, খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোনায় গিয়ে বসলো যে পাখিটা ওটাই তো আমি। আপনাদের পরী।’
/