দূরবীণ নিউজ প্রতিবেদক:
দেশের বহুল আলোচিত পিকে হালদারের দুর্নীতি ও বিদেশে অর্থপাচারে ঘনিষ্ট আরেক সহযোগী ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক শুভ্রা রানী ঘোষের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
সোমবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত দুদকের পক্ষ থেকে ৫দিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে রিমান্ড গ্রহণ করে এই আদেশ জারি করেন।
ওই আদালত সংশ্লিষ্ট প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আজ আদালতে আসামিকে হাজির করে‘মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করেন । পরে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেন।
যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে এসে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর নামার পর শুভ্রা রানী ঘোষ গ্রেফতার হয়।এই আসামির বিরুদ্ধে ৮৭ কোটি ৬০ লাখ টাকা পাচারের অভিযোগ রয়েছে। /