ছবি- আহত মিজানের সংগৃহিত
দূরবীণ নিউজ প্রতিবেদক:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সিআইডির পরিদর্শক গাজী মিজানুর রহমান (৫০) ও তার কেয়ারটেকার গোলাম মোস্তফাকে (৪২) সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২১ মার্চ) দুপুরে বসিলা গার্ডেন সিটিতে এই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিদর্শক মিজানুরের মাথায় ২৬টি সেলাই করা হয়েছে।
ছবি সংগৃহিত , আহত মিজানুর রহমানজানা যায়, সন্ত্রাসীদের হামলায় আহত অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
সিআইডির পরিদর্শক আহত মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তার বাসা বসিলায় গার্ডেন সিটিতে।
তিনি নারায়ণগঞ্জ জেলা সিআইডিতে কর্মরত। বর্তমানে কয়েকদিনের ছুটিতে আছেন তিনি। গার্ডেন সিটিতে তার ৫ কাঠা জমি রয়েছে। সেখানে সীমানা পিলার স্থাপনের কাজ চলছিলো। কেয়ারটেকার মোস্তফা কাজের তদারকি করছিলো।
কাজ দেখার জন্য আজ দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে সেখানে গেলে স্থানীয় একটি হাউজিংয়ের শাহ আলম ও জামিলসহ ১০-১২ জন অতর্কিতভাবে হামলা করে। এতে গোলাম মোস্তফাসহ তিনি গুরুতর আহত হন।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আহত অবস্থায় বিকেল ৪টার দিকে তাদের ঢাকা মেডিক্যালে আনা হয়। পরে তাদের চিকিৎসা দেওয়া হয় নিউরোসার্জারি বিভাগে। পরিদর্শক মিজানুরের মাথায় ২৬টি সেলাই করা হয়েছে।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।#