দূরবীণ নিউজডেস্ক:
প্রাণঘাতি করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম।
অসুস্থ রিজভীর দ্রুত রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডা: রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকসন রয়েছে। কাশিও রয়েছে। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না।
উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগার পর গত বুধবার তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।/