দূরবীণ নিউজ প্রতিবেদক:
বহুল আলোচিত ভুয়া কাগজপত্রে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাইসহ গ্রেপ্তার ৩জনের বিরুদ্ধে ৫দিনের রিমান্ড মঞ্জর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
এই আসামিদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, তারা পিকে হালদারের বিদেশে অর্থপাচার এবং নানা অপকর্মের সহযোগি হিসেবে কাজ করেছেন।
অপর দুই আসামি হলেন- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।
মঙ্গলবার (১৬ মার্চ) দুদকের কর্মকর্তারা এই ৩ আসামিকে বিকেল ৪ টায় গ্রেপ্তারের পর দ্রুত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানান।
দুদকের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জর করেন।
এর আগে আজ মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪টায় এই আসামিদের সেগুনবাগিচা ও মতিঝিল এলাকা থেকে দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে দুদকের টিম তাদের গ্রেপ্তার করেন।
দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, এই আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ‘আনান কেমিকেল লিমিটেড’-এর নামে জাল রেকর্ডপত্র তৈরি করে ভুয়া ঋণ পেতে সহযোগিতা করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ঋণগ্রহীতা ‘আনান কেমিকেল লিমিটেড’-এর পরিচালকরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে কাগজপত্র তৈরি করে। পরে তা বৈধ দেখিয়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা ও বোর্ড সংশ্লিষ্টদের প্রত্যক্ষ সহায়তায় ৭০ কোটি ৮২ লাখ টাকা ভুয়া ঋণ তুলে আত্মসাৎ করা হয়।
পরে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে। যা দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় আসামিরা অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এদিকে গত ১৫ মার্চ (সোমবার) হাইকোর্ট বহুল আলোচিত আসামি পি কে হালদারের সহযোগী ১২২ জনের ওপর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন।/