দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের করা অবৈধ সম্পদের মামলায় ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল থাকায় আসামি হাজী মোহাম্মদ সেলিমের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদটি হারাচ্ছেন। হাইকোর্টের এইর রয়ের পর আসামি হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জাতীয় সংসদের স্পিকার।
মঙ্গলবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখে রায় ঘোষণা করেন।রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
এই বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না।
তিনি আরো বলেছেন এই সাজা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায়ের কপি দুদকের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পৌঁছে দেয়া হবে। এরপর স্পিকার হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জানা যায়, দুদকের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এর আগে হাজী সেলিমের করা আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ ৯ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত রায় পড়ে শোনান বিচারক।
পাপুলের আসন- শূণ্য হয় যে ভাবে:
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর-২ এর সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের আসন শূন্য ঘোষণা করা হয়েছে।কারণ কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে লক্ষ্মীপুর-২ এর সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে ৪ বছর সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে পাপুলের লক্ষ্মীপুর-২ এর সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। বিজ্ঞপ্তিতে গণপ্রজতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী লক্ষ্মীপুর-২ থেকে উপ নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।
এর ওই আসনে গত ৭ মার্চ নির্বাচন কমিশন নতুন করে আগামী ১১ এপ্রিল উপ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন।
একইভাবে হাজী সেলিমের আসন শূণ্য হবে এবং ওই আসনে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।/