দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে ১০ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ৫ বিঘা জমিতে খেলার মাঠ ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করা এবং সরকারি রাস্তার উপর অবৈধ ৫ তলা ভবন থেকে মিরপুর ট্রাফিক বিভাগের অফিস সরিয়ে নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন।
গত ৭ মার্চ রাজধানীর মিরপুর ১০ এর মুসলিম ক্যাম্পে বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদের (বিবিআরএ) এক যৌথ সভা থেকে এই দাবী জানানো হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন বিবিআরএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বিহারী নেতা কাওসার পারভেজ ভুলু।
সভায় বক্তব্য রাখেন বিবিআরএ এর মহাসচিব বয়োবৃদ্ধ বিহারী নেতা মোহাম্মাদ হানিফ খান, কুতুবুদ্দিন শাহ, মোহাম্মাদ রাজু, তোফাজ্জল হোসেন আজাদ, আলম শাহ, আবরার আলী মনা, শেখ আলি ইমাম পাপ্পু, টিটু ইসলাম, মোঃ সোলাইমান, আনিসুর রহমান বেচু, করিমুল্লাহ বাবু, মাহতাব ভাসানী, মোহাম্মাদ মুরাদ প্রমুখ।
সভায় মিরপুর-১০, ১১, ১২ এলাকার নিরীহ ক্যাম্পবাসী বিহারীদের আড়ালে স্থানীয় ভূমিদস্যুদের সরকারি খেলার মাঠ, চিলড্রেন পার্ক, উন্মুক্ত স্থান অবৈধদখলের রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়। বেদখল হওয়া ভূমি ও খেলার মাঠ উদ্ধারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়।
তারা বলেন, গত ২১ ও ২২ জানুয়ারী রাস্তা উন্নয়নের জন্য মিরপুর-১১ এর এভিনিউ-৪ অবৈধ দখল উচ্ছেদে শুধু বিহারীদের দোকান-ঘর উচ্ছেদ করা হলেও একই রাস্তার পশ্চিম প্রান্তে ১২/১৪ টি বহুতলা ভবনের ২৫ টি অবৈধ ঘর দখলমুক্ত করা হয়নি। সড়কটির পশ্চিম প্রান্তে ৩৯ ফিট, মাঝে ৫১ ফিট ও নাভানা ভবন/প্রগতি স্কুলের সামনে ৬৭ ফিট প্রসস্থ করায় বিবিআরএ এর যৌথ সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।
একই এভিনিউ/রাস্তার এলাইনমেন্ট ৩ রকম করায় সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমালোচনা করা হয় এবং ভূমিদস্যুদের স্বার্থরক্ষার পরিবর্তে সরকারের বৈধ নকশা (মাস্টার প্ল্যান) বাস্তবায়নের দাবী জানানো হয়।/ প্রেস বিজ্ঞপ্তি।