নিজস্ব প্রতিবেদক:
অবশেষে সাংবাদিক আবুল কাশেমের ছোট ভগ্নীপতি ব্যবসায়ী মো. আবু সাঈদ (৪৩) রাজধানীর শেরে বাংলানগর’ সোহরাওয়াদী হাসপাতাল’ থেকে উদ্ধার হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যার দিকে তাকে অসুস্থ অবস্থায় উক্ত হাসপাতাল থেকে পাওয়া যায়।
তার পরিবারের সদস্যদের ধারনা সংঘবদ্ধ অজ্ঞান পাটির লোকজন টঙ্গী থেকে আবু সাঈদকে গতকাল অপহরণ করেছে। অপহরণকারীরা সাথে থাকা টাকা ও মোবাইল সেট কেড়ে নিয়ে অজ্ঞান অবস্থা রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন আবু সাঈদকে উদ্ধার করে ‘সোহরাওয়াদী হাসপাতালে’ নিয়ে আসেন। তবে উদ্ধারের বিষয়ে তাৎক্ষনিকভাবে তারা বিস্তারিত বলতে পারেননি।
তারা আরো জানান, গত মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানাধীন মেইনরোডের পাশ্বে মিলগেট সংলগ্ন ‘নিটল টাটা গাড়ি সার্ভিস সেন্টারে সামন থেকে নিখোঁজ হয়েছেন।
তিনি ব্যবসায়ী কাজে গতকাল ৯ টায় টঙ্গী পূর্ব থানাধীন মেইন রোডের পাশ্বে মিলগেট সংলগ্ন ‘নিটল টাটা গাড়ি সার্ভিস সেন্টারে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে তিনি ঢাকার উদ্দেশে ওই অফিসের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল- ফোনটিও -০১৮২২৯৬৯১৭৫ বন্ধ পাওয়া যাচ্ছে।
তার গ্রামের বাড়ি সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দায়। এই বিষয়ে নিখোঁজ আবু সাঈদের ছেলে মো. আব্দুল মবিন টঙ্গী পূর্ব থানায় আজ বুধবার ( ৩ মার্চ) একটি সাধারণ ডায়েরী করেন । যার নম্বর-১৪৭।
মঙ্গলবার দুপুরে নিখোঁজ আবু সাঈদের সন্ধানে তার পরিবারের সদস্যরা রাজধানী ও এর আশপাশের বিভিন্ন হাসপাতাল, আত্মীয়-স্বজনদের বাড়িসহ সাম্ভব্যস্থানে বুধবার সকাল ১০ টা পর্যন্ত খোঁজা খোঁজির পরও কোনো সন্ধান পাননি। পরে সন্ধার আগে তারা পুনরায় সোহরাওয়াদী হাসপাতালে খোঁজ নিয়ে আবু সাঈদের সন্ধান পান বলে জানান।
এদিকে নিখোঁজ ব্যবসায়ী আবু সাঈদকে খুজে পাওয়ায় ওই পরিবারের পক্ষ থেকে আত্মীয়- স্বজন, শুভাকাঙ্খী, প্রশাসন, হাসপাতালের চিকিৎসক, কর্মচারী,গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করা হয়েছে। /কাশেম