দূরবীণ নিউজ প্রতিবেদক:
ভুয়া এনআইডি, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলায় ৫ প্রতারক ও জালিয়াতের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।
ওই ৫ আসামি হলেন, আল-আমিন ওরফে জমিল শরীফ, খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুৎ, আব্দুল্লাহ আল শহীদ, রেজাউল ইসলাম ও শাহজাহান।
বুধবার (৩ মার্চ) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে এই আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ডে আবেদন জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, গত মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাতে খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে এই ৫ আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের এ ঘটনায় গত বছরের ৭ ডিসেম্বর খিলগাঁও থানায় ও ১৩ ডিসেম্বর পল্টন থানায় পৃথক দুটি মামলা হয়। মামলা দুটি তদন্ত শুরু করে ডিবি পুলিশ।/