দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ঢাকা মহানগন দক্ষিণের নেতা মহিউদ্দিন আহমেদ মহিকে ওই ব্যাংকের গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালঙ্কর আত্মাসাতের মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজআদালত।
মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, মহিউদ্দিন আহমেদ মহি এবং অপর আসামিরা সমবায় ব্যাংক থেকে ২ হাজার ৩১৬ জন গ্রাহকের বন্ধক রাখা ৭ হাজার ৩৯৮ ভরি ১১ আনা স্বর্ণ আত্মসাতের চেষ্টা করেন। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে অন্য ব্যক্তিকে প্রকৃত গ্রাহক সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার স্বর্ণ আত্মসাৎ করেন তারা।
বুধবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। পরে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
জানা যায়, এ মামলায় গত ২৪ ফেব্রুয়ারি সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর এবং সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের এসএস রোড শাখার ব্যবস্থাপক মো. মাহাবুবুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
তার পরদিন গত ২৫ ফেব্রুয়ারি তিন দিনের রিমান্ড শেষে সমবায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক ও সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে ১৬ ফেব্রুয়ারি ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ নয়জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। এরপর দুদক কর্মকর্তা ইব্রাহিমের নেতৃত্বে একটি দল রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করে। /