দূরবীণ নিউজ প্রতিবেদক:
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মিরপুর-১১ এর বাস স্ট্যান্ড হতে এভিনিউ-৪ রাস্তা দিয়ে বাওনিয়াবাধ পর্যন্ত পথসভা ও প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশী বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) পল্লবী থানা শাখা।
অবিলম্বে উচ্ছেদের শিকার বিহারী পরিবার গুলোকে ঘর বানিয়ে দাও, উচ্ছেদ অভিযানে নিযুক্ত সন্ত্রাসী ও তাদের নিয়োগকর্তাদের গ্রেফতার কর, ভূমিদস্যুদের মনগড়া নকশার পরিবর্তে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ঢাকা সিটি কর্পোরেশন এর নিকট ১৯৮২ সালের হস্তান্তরিত নকশা অনুযায়ী মিরপুর-১১ এর এভিনিউ/সড়ক-৪ উন্নয়ন কর, জনকল্যাণমূলক সরকারের কাজ কি তার গরিব, বঞ্চিত, অসহায়, অনগ্রসর ও নীপিড়িত নাগরিককে গৃহহীন করা? একই রাস্তার এলাইনমেন্ট দু’রকম হয় কিভাবে?
প্রধানমন্ত্রী জবাব চাই- দাবীতে প্রচারপত্র বিতরণকালে আলোচিত মিরপুর-১১ এর এভিনিউ-৪ এর বিভিন্ন পয়েন্টে ৫ টি পথসভা করেছেন বিহারী নেতৃবৃন্দ। পথসভায় বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব নেয়াজ আহমদ খান, বিবিআরএ এর কেন্দ্রীয় সভাপতি বিহারী নেতা মোঃ কাওসার পারভেজ ভুলু, পল্লবী থানা শাখার সেক্রেটারী আলম শাহ, শেখ আলী ঈমাম পাপ্পু, টিটু ইসলাম, সাব্বির আহমদ, মাহতাব ভাসানী, আরমান দিল্লীওয়ালা প্রমুখ।
বক্তাগণ প্রচার পত্রের ৪ টি দাবী অনুযায়ী সরকারের নিকট অবিলম্বে ক্ষতিগ্রস্থ বিহারীদের ঘর নির্মাণের দাবী জানিয়েছেন।/ প্রেস বিজ্ঞপ্তি।