দূরবীণ নিউজ প্রতিবেদক:
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী অসীম কুমার মিস্ত্রির বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আসামি অসীম কুমার মিস্ত্রিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ৩দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
পরে তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনটির শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অসীম কুমার মিস্ত্রির বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য,২০২০ সালের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।/