বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুনসহ ৮ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (এমডি) মামুন-উর-রশিদসহ ৮জনের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অপর ৭ আসামি হলেন- সচেতন সাহায্য সংস্থার সভাপতি মিসেস হাসনা হেনা, সংগঠনটির নির্বাহী পরিচালক মিসেস জেসমিন রশিদ, সাধারণ সম্পাদক মিসেস নাছরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিপি অ্যান্ড ম্যানেজার শোয়াইব মাহমুদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম, এডিশনাল এমডি তারিকুল আজম, সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এআরসিডি আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ২১ নভেম্বর থেকে ২০১৮ সালের ৬ জুন পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে কথিত ক্ষুদ্রঋণ বিতরণকারী (এনজিও) প্রতিষ্ঠানের অনুকূলে এসওডি ঋণের নামে চার কোটি টাকা লেন দেনের মাধ্যমে আত্মসাৎ করেন।

আসামিরা ঋণের নামে নেয়া ওই অর্থ এনজিও’র মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণ না করে তারা আত্মসাৎ ও পাচার করেছেন। আর এই অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯/৪৭৭ ধারা; ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12