শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

পি কে হালদারের সহযোগী শংখ ব্যাপারী রিমান্ড শেষে ফের কারাগারে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের আসামি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীকে দু’দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে আসামি শংখ ব্যাপারীকে সরাসরি কারাগারে পাঠানো হয়।

এর আগে, রোববার (৩১ জানুয়ারি) কারাগার থেকে সকাল ১০টায় শংখ ব্যাপারীকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এরপর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীনের তত্ত্বাবধানে একটি দল তাকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

আজ সোমবার( ১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আসামি শংখ ব্যাপারীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করারপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, অর্থ পাচার ও পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪ জানুয়ারি শংখ ব্যাপারীকে গ্রেফতার করে দুদক। গত ৪ জানুয়ারি ঢাকা মহানগর জজ বিশেষ আদালতে হাজির করা হয়। একই সঙ্গে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আসামির বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারপতি কে এম ইমরুল কায়েশ।

দুদকের অভিযোগে বলা হয়, শংখ ব্যাপারীর নামে যেসব সম্পদ রয়েছে তার কোনো বৈধ উৎস নেই। শংখ ব্যাপারীর মালিকানাধীন মুন এন্টারপ্রাইজের নামে নেয়া ৮৩ কোটি ৮৪ লাখ ঋণের টাকা আত্মসাৎ করেন পিকে হালদার।

দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, শংখ ব্যাপারী দুদকের মামলার প্রধান আসামি পি কে হালদারের অন্যতম সহযোগী। শংখ ব্যাপারীর মাধ্যমে পিকে হালদার অর্থ পাচার করেছেন, এমন প্রমাণ পাওয়া গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12