দূরবীণ নিউজ প্রতিবেদক:
র্যাব-৩ অভিযানে ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন আউটার সার্কুলার রোড এলাকা হতে ৭৭হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।
বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা, দেশী মদ, বিদেশী মদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
শুক্রবার র্যাব-৩ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন ২৬/২, আউটার সার্কুলার রোড, দক্ষিণ শাহজাহানপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা মালিবাগ হতে কমলাপুর অভিমুখে একটি কাভার্ড ভ্যান যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বহন করে নিয়ে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে উক্ত কাভার্ড ভ্যানটিকে সংকেতের মাধ্যমে থামিয়ে তল্লাশী কালে দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।
গ্রেফতার কৃত দুই জন হলো- মোঃ নূর মোহাম্মদ (২৮), জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ কুদ্দুস (৩২)(ড্রাইভার), জেলা-শরীয়তপুর।
মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৭৭ হাজার ইয়াবা ট্যাবলেট, ১ টি কাভার্ড ভ্যান এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। / প্রেস বিজ্ঞপ্তি।