দূরবীণ নিউজ প্রতিবেদক:
আলোচিত পিপলস লিজিং থেকে দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে চার প্রতিষ্ঠানের শীর্ষস্থনীয় কর্মকর্তা এবং পিকে হালদারের সহযোগী এমন ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তলবি নোটিশ প্রাপ্ত ১০ জনকে আগামী ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হবে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর ৩ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এই তলবি নোটিশ পাঠিয়েছেন। পিকে হালদারের ১০ সহযোগরি মধ্যে আগামী ২ ফেব্রুয়ারি ৫ জন এবং ৩ ফেব্রুয়ারি অপর ৫ জনকে জিজ্ঞাসা করবেন বলে জানা গেছে।
দুদকের কাছে অভিযুক্ত ওই ১০ জনের মধ্যে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির ৪ জন, এক্সসিলেন্ট বির্ল্ডাস লিমিটেডের ২ জন , কমর্ণপুর এগ্রো ইন্ড্রাস্টিজ লিমিটেডের ২ জন , এলাইড সোলার এনার্জি লিমিটেডের ২ জন করে শীর্ষ কর্মকর্তা রয়েছেন।
নোটিশে ২ ফেব্রুয়ারি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির মালিক গিয়াস উদ্দিন চৌধুরী, পরিচালক সামির কাদের, সামিহা কাদের চৌধুরী এবং সাজিয়া কাদের চৌধুরী এবং এক্সসিলেন্ট বির্ল্ডাস লিমিটেডের এমডি হাসিকুর বাশার এবং চেয়ারম্যান সুলতানা আয়রিন পারভীনকে ডাকা হয়েছে।
৩ ফেব্রুয়ারি কর্ণপুর এগ্রো ইন্ট্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আকতার হোসাইন বুলবুল, এমডি মোছা. ফরিদা জাহান বুলবুল, এলাইড সোলার এনার্জি লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফা আল মাহমুদ এবং এমডি মো. আকিুল্লাকে ডাকা হয়েছে।
নোটিশ প্রাপ্তদের বিরুদ্ধে নানা অনিয়মের মাধ্যমে পিপলস লিজিং থেকে ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে দুদকের কাছে তথ্য রয়েছে। উল্লেখ্য,গত ২৪ ও ২৫ জানুয়ারি পি কে হালদারের দুর্নীতির কার্যক্রমে সহযোগিতাকারী ৩৩ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব ব্যক্তি পিকে হালদার মামলা সংশ্লিষ্ট ৫ প্রতিষ্ঠানের কর্মকর্তা। অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এসব মামলা করা হয়।/