দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের মামলার আসামি কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই দুই আসামিকে হাজির করে দুদক। সুষ্ঠু দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি উজ্জ্বল কুমার নন্দী ও রাশেদুল হকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন । পরে তার এই আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, এর আগে আজ দুপুর সাড়ে ১২টায় দুজনকে দুদক কার্যালয়ে এই দুই আসামিকে আনা হয়। গত ২৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।
পি কে হালদার ওই দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন।
এই দুজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এদিকে পি কে হালদারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের ৩৩ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করেছে দুদক। রাষ্ট্রীয় এ সংস্থার উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত দুই দিনে পৃথক ৫টি মামলাটি করেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।/