দূরবীণ নিউজ প্রতিবেদক:
বহুল আলোচিত নগদ৮০ লাখ টাকার বাসা থেকে উদ্ধার ও নানা দুর্নীতি মামলার আসামি সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত ।
জানা যায়, রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার এবং ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের মামলার আসামি ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক।
রোববার (২৪ জানুয়ারি) আসামি ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
তিনি বলেন, আজ রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসামি পার্থ গোপাল বণিকের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদনটি তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানি শরীফ জমা দিয়েছেন।
আমিন উদ্দিন মানিক বলেন, এরআগে ২০২০ সালের ৪ নভেম্বর দুদকের মামলা থেকে অব্যাহতি চেয়ে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ আবেদন জানিয়েছিলেন পার্থ গোপাল বণিক। সে আবেদন খারিজ হওয়ায় তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন।
জানা যায়, ২০১৯ সালের ২৮ জুলাই দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে দুদক পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয়। একইদিন বিকেলে রাজধানীর ধানমন্ডির ভুতেরগলিতে তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক।
পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর পরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. সালাউদ্দিন বাদী হয়ে কলাবাগান থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করেন পার্থ গোপাল বণিক। চট্টগ্রাম কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে এবং চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করে দুদক। তারপরই অভিযানে নামে দুদক।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে পার্থ গোপাল বণিককে গ্রেফতারের দিন থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ২০১৯ সালের ৩০ জুলাই।/