দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামি ফরিদপুরের আনোয়ার হোসেন আবুকে ছয় মাসের জামিন মজ্ঞুর করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত একই সঙ্গে এই আসামিকে কেনো স্থায়ী জামিন দেয়া হবে না , তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
সোমবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আদালতে আজ সোমবার দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আসামি পক্ষে ছিলেন মিন্টু কুমার মন্ডল।
প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রুবেল ও বরকতকে গ্রেপ্তার দেখায় সিআইডি পুলিশ। এই মামলায় পরে আটক করে আনোয়ার হোসেন আবুকে। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করে আসামি।
সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে গত বছর ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন।মানি লন্ডারিংয়ের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে অনুমান দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে স্থান্তর করা হয়েছে।/